গত দু-সপ্তাহে রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা
নিজস্ব প্রতিবেদন, প্রতিবছরের মতো এ বছর করণকালে পুজোয় ভিড়ের পরিমান প্রচুর কম ছিল। রাস্তাঘাটেও যান চলাচলের পরিমান তুলনামুলক কম ছিল। তবু গত দু সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। মোট করোনা রোগীর সংখ্যায় পশ্চিমবঙ্গকে দশম থেকে পঞ্চম স্থানে নিয়ে এসেছে। এবং ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখেও উঠে এসেছে দু’নম্বরে। যদিও দেখা গিয়েছে করোনা জন্য যে নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছিল সরকার, তা অনেকেই না মেনে ভিড় উপচে পড়েছিল ধর্মশলা চত্বরে। কেনাকাটি খাওয়া দেওয়ার জন্য বহু মানুষ মাস্ক ছাড়াই ভিড় করেছিল কলকাতার বেশকিছু প্রান্তে। তাই আগে থেকেই একটা সন্দেহ ছিল যে পুজোতে করোনার হার বাড়তে পারে।
করোনা সংক্রমণের আশঙ্কায় হাইকোর্টের নির্দেশে দুর্গাপূজায় প্যান্ডেল হপিং করতে পারেনি বাঙালি। হাইকোর্ট প্রতিটি পুজো মন্ডপকে নো এন্ট্রি জোন ঘোষনা করে। যদিও তারপরেও কিছুটা বেড়েছে সংক্রমন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে বাংলার স্থান দ্বিতীয়। প্রথমে রয়েছে বাম শাসিত কেরল। আমার মৃত্যুর নিরিখেও গত ২৪ ঘন্টায় বাংলা দেশের মধ্যে দুই নম্বরে রয়েছে। এক্ষেত্রে মহারাষ্ট্র রয়েছে প্রথমে। বেশ কয়েকটি রাজ্যে এই মুহুর্তে সংক্রমণ বাড়ছে। মোট আক্রান্তের ৭৮ শতাংশই এই রাজ্যগুলিতে। এই তালিকায় আছে বাংলাও।