বেলেঘাটাকাণ্ডে এনআইএ তদন্তের দাবি, অমিত শাহকে চিঠি লকেটের

বেলেঘাটাকাণ্ডে এনআইএ তদন্তের দাবি, অমিত শাহকে চিঠি লকেটের

নিজস্ব প্রতিবেদন, গত ১৩ অক্টোবর সাতসকালে বিকট শব্দে কেঁপে ওঠে বেলেঘাটায় গান্ধীভবন লাগোয়া একটি ক্লাব। বিস্ফোরণে ক্লাবের অ্য়াসবেস্টার উড়ে যায়।দেওয়াল ভেঙে ছিটকে পড়ে ৪০ ফুট দূরে।সেই ঘটনার তদন্তের দাবি করল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তদন্তের কথা জানালেন। গত মঙ্গলবার সকালে বিস্ফোরণের পর থেকেই এই ঘটনায় NIA তদন্ত দাবি করছে বিজেপি। এবার সরাসরি অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি সাংসদ।

বেলেঘাটা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে লকেট শাহকে লিখেছেন। পশ্চিমবঙ্গে এর আগে খাগড়াগড়ের মতো বিস্ফোরণ ঘটেছে। তখন রাজ্য পুলিশ তদন্তের নামে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। NIA তদন্তভার হাতে নিতে বিশাল জঙ্গি নেটওয়ার্কের কথা জানা যায়। বেলেঘাটা বিস্ফোরণেও ঘটতে পারে তেমনটা। বিজেপি নেত্রী লিখেছেন, ‘‘২০১৪ সালের অক্টোবরেও আমরা একই রকম ঘটনা প্রত্য়ক্ষ করেছিলাম। বর্ধমানের খাগড়াগড়ে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। যে ঘটনায় ২ জনের মৃত্য়ু হয়েছিল। ওই ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে বলেছিল, গ্য়াস সিলিন্ডার থেকে বিস্ফোরণ। তাই দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্বার্থে বেলেঘাটায় বিস্ফোরণের ঘটনার তদন্তভার এনআইএ-এর হাতে দেওয়ার আর্জি জানাচ্ছি’’।

এ ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে পদ্মবাহিনী। যদিও তদন্তপ্রক্রিয়ায় কলকাতা পুলিশের উপরই আস্থা রেখেছে শাসকশিবির। জানা যায়, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রাজু নস্কর তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ। ঘটনার তদন্তে নেমে একটি অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। তাতে ক্লাবের নাম থাকলেও নেই কোনও পদাধিকারীর নাম। ঘটনার দিনই পরীক্ষার পর ফরেন্সিক দল জানায়, বাইরে থেকে বোমা ছোড়া হয়নি। বিস্ফোরক ছিল ক্লাবের ভিতরে।পুজোর মুখে শহর কলকাতায় বিস্ফোরণের খবরে রীতিমতো চাচক্যের সৃষ্টি করে।

Leave a Comment