১ অক্টোবর থেকে চালু হচ্ছে স্টেট ব্যাঙ্কে নয়া পরিষেবা

১ অক্টোবর থেকে চালু হচ্ছে স্টেট ব্যাঙ্কে নয়া পরিষেবা

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে রিজার্ভ ব্যাঙ্কের নিয়মাবলীর মধ্যে এসেছে বদল। নয়া নিয়ম জারি হয়েছে। স্টেট ব্যাঙ্ক এর তরফে জানানো হয়েছে যে যদি কোনো ব্যক্তি, তার কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে জিনিস কেনার সুবিধা পেতে চান তাহলে তাকে INTL লিখে তারপর কার্ড নম্বরের শেষের চারটি সংখ্যা লিখে 5676791 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এবার ক্রেডিট ও ডেবিট কার্ডের কিছু পরিষেবা ৩০ সেপ্টেম্বরের পর থেকে বন্ধ করে দেওয়া হবে ৷ অর্থাৎ এই সমস্ত পরিষেবা ১ অক্টোবর থেকে আর মিলবে না৷ রিজার্ভ ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডের একাধিক নিয়ম বদল করতে চলেছে পয়লা অক্টোবর থেকে৷ এই সমস্ত পরিষেবা আন্তর্জাতিক লেনদেনের সঙ্গে যুক্ত৷

বিনা প্রয়োজনে এটিএম থেকে টাকা তোলা ও পিওএস টার্মিনালে শপিং করার জন্য বিদেশে লেনদেনের অনুমতি দেওয়া হবে না৷SBI এর তরফে জানানো হয়েছে যে আপনি যদি আপনার কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে জিনিস কেনার সুবিধা জারি রাখতে চান তাহলে INTL লিখে তারপর কার্ড নম্বরের শেষের চারটি সংখ্যা লিখে 5676791 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ মহামারী চলাকালীন কার্ড জারিকর্তাদের আরবিআই এই নিয়ম লাগু করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকদের আন্তর্জাতিক, অনলাইন ও কন্ট্যাক্টলেস কার্ডে লেনদেন করার জন্য আলাদা করে আবেদন জানাতে হবে ৷ দরকার না থাকলে এটিএম থেকে টাকা তোলা ও পিওএস টার্মিনালে শপিং করার জন্য বিদেশে লেনদেনের অনুমতি দেওয়া হবে না৷

রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে, ডেবিট ও ক্রেডিট কার্ড জারি করার সময় কেবল দেশের মধ্যে লেনদেনের জন্য অনুমতি দেওয়া হবে গ্রাহকদের৷১লা অক্টোবর থেকে পরিবর্তন হতে চলেছে আয়কর সংক্রান্ত একটি বড় নিয়ম। এই অনুযায়ী, এবার দেশের বাইরে টাকা পাঠালে Tax Collected at Source অর্থাৎ TCS কাটা হবে ৷

Leave a Comment