মাস্ক ছাড়া ট্রেনে চড়লেই ২০০ টাকা জরিমানা ও রাস্তা ঝাঁট দেওয়া করাচ্ছে মহারাষ্ট্র সরকার
নিজস্ব প্রতিবেদন, করোনা সংক্রমণ রুখতে মাস্ক সকলে কাছে অতিপ্রয়োজনীয় হয়ে উঠেছে। করোনা সংক্রমণের হার এখনও তেমন কম নয়। কিন্তু এরমধ্যেও অনেকে করোনা ভাইরাসকে সাধারণ ভেবে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। তাই মানুষের সুরক্ষার্থে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। যেখানে বলা হয়েছে, মাস্ক না পরা অবস্থায় ট্রেনে চড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা। তৎক্ষণাৎ সেই টাকা কারও কাছে না থাকলে অপেক্ষা করবে আরও মোক্ষম শাস্তি। সেক্ষেত্রে রাস্তা ঝাঁট দিতে হবে তাদের।
খোলা রাস্তায় মাস্ক ছাড়া বেরনো লোকজনকে শিক্ষা দিতে ইতিমধ্যে কে-ওয়েস্ট সিভিক সোসাইটি কয়েকজনকে রাস্তা ঝাঁট দিতে বাধ্য করেছে। তাদের শাস্তির পর বিনামূল্যে মাস্ক উপহার দিয়ে বাড়ি পাঠানোও হয়েছে।বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নয়া এই নিয়ম চালু করেছে, যেখানে বলা হয়েছে মাস্ক না পরে রাস্তায় কেউ ধরা পড়লেই জরিমানা, আর তা দিতে না পারলে ঝাঁটা দেওয়ানোর সমাজসেবার কাজ করানো হচ্ছে। এবার ট্রেনে চড়ার ক্ষেত্রেও একই নিয়ম জারি করার কথা বলেছে মহারাষ্ট্র সরকার। আগামী সপ্তাহের শুরু থেকে যা চালু করা নিশ্চিত করতে জিআরপিকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে তারা।