প্রয়াত ক্যান্সার ও করোনা আক্রান্ত বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা
নিজস্ব প্রতিবেদন, চলে গেলেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছ, যে তাঁর শরীরে কর্কট রোগ আগেই থাবা বসিয়েছিল। সেই চিকিৎসা চলাকালীন তিনি করোনা আক্রান্তও হন। বেশ কিছুদিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, শেষমেশ তিনি হার মানলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, তার শরীর ইদানীং একেবারেই ভাল ছিল না। সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি এসএসকেএম হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলেন। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট চিকিৎসা চলাকালীন পজিটিভ আসে। কংগ্রেসের আমলে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী ছিলেন সুকুমার হাঁসদার বাবা সুবোধ হাঁসদা। রাজনীতির পরিবেশ ছিল তার বাড়িতে। তবে সুকুমার হাঁসদা ছাত্রজীবন শেষ করে রোগীদের সেবায় মনোনিবেশ করেছিলেন। তিনি ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। তৃণমূলের আমলে তিনি রাজনীতি যোগদান করেন। তিনি ঘাসফুল শিবিরে শুভেন্দু অধিকারীর হাত ধরে আসেন।
সুকুমার হাঁসদা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। পরে তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হন। বর্তমানে বিধানসভার ডেপুটি স্পিকার পদে ছিলেন ঝাড়গ্রাম কেন্দ্র থেকে দু’বারের জয়ী বিধায়ক। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শোকপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রী সুকুমার হাঁসদার আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিজনদের সমবেদনাও জানান। এছাড়াও সুকুমার হাঁসদার মৃত্যুতে শোকপ্রকাশ করেন বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং সুজন চক্রবর্তী।