রাজ্যে দূরপাল্লার বাসে যাত্রার অভিজ্ঞতা এবার পাল্টাতে চলেছে

রাজ্যে দূরপাল্লার বাসে যাত্রার অভিজ্ঞতা এবার পাল্টাতে চলেছে

নিজস্ব প্রতিবেদন, এবার রাজ্য সরকারের উদ্যোগে দূরপাল্লার বাসে যাত্রার অভিজ্ঞতা পাল্টাতে চলেছে। এর আগে যে ব্যবস্থা ছিল, তা অনেকেরই ঠিক পছন্দের ছিল না। বাস মাঝে একটি ধাবায় দাঁড়াতো। একটা বা পাশাপাশি দুটো ধাবা, কিন্তু একই খাবার, একই স্বাদ। সঙ্গে খাবার না থাকলে তাই খেয়ে ভরাতে হয় পেট – যা অনেকেরই ঠিক পছন্দ হয়না। কিন্তু উপায় নেই। একটু মানিয়ে তো নিতেই হবে, তবে এই অভিজ্ঞতা এবার পাল্টাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবার আসছে কিছু পরিবর্তন।

রাজ্য পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, “প্রকল্পের সূচনা হিসেবে দক্ষিণবঙ্গে অন্তত ৬টি এমন বাস হাব তৈরি করা হবে। দূরপাল্লার যাত্রীদের যে ধরনের রিফ্রেশমেন্ট্রের ব্যবস্থা ও সুযোগ–সুবিধা প্রয়োজন তার সব কিছুই মিলবে সেখানে। সরকারি ও বেসরকারি সংস্থা মিলে এই প্রকল্পের কাজ করবে।”

রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে এবার জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ধারে একাধিক বাস হাব তৈরি হবে। শুধু দূরপাল্লার বাসযাত্রীই নয়, প্রাইভেট গাড়ির যাত্রীরাও ব্যবহার করতে পারবেন। সাথে থাকবে পার্কিংয়ের সুবিধা।যাত্রার মাঝে বাস দাঁড়াবে। যাত্রীরা কিছুক্ষণ আরাম করে ফ্রেশ হতে পারবেন সেই বাস হাবগুলিতে।সেখানে থাকবে ফুড কোর্ট, রেস্তোরাঁ, চায়ের দোকান, আধুনিক শৌচালয়, গিফটের দোকানও।সাথে থাকবে রিটায়েরিং রুমও, যেখানে কিছুক্ষণ আরাম করে নিতে পারবে যাত্রীরা।

Leave a Comment