বিনা চিকিৎসায় ম্যাডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু, ঘটনাকে ঘিরে ধুন্ধুমার
নিজস্ব প্রতিবেদন, ফের রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার।চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের হেনস্থার অভিযোগ৷ রোগীর পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় জেরে মৃত্যু হয়েছে রোগীর। এমনকি রোগীর ছেলেকে মারধর করেছে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা, এমন অভিযোগও উঠে এসেছে। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পাল্টা অভিযোগ, রোগীর আত্মীয়রা হাসপাতালের কয়েকজন চিকিৎসক-স্বাস্থ্য কর্মীকে হেনস্থা করেছে৷ ঘটনাকে ঘিরে হাসপাতালের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ৷
মৃতের পরিবারের দাবি, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহম্মদ সালাউদ্দিনকে৷ তিলজলা থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে অন্য ব্লকে নিয়ে যেতে বলা হয়৷ কিন্তু চিকিৎসার জন্য কোনও ডাক্তার সেখানে ছিল না। বিনা চিকিৎসায় বেশ কিছুক্ষন থাকার পর মৃত্যু হয় বয়স ৫৬ -এর মহম্মদ সালাউদ্দিন-এর। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সাথে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।