স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আবার ভূস্বর্গে চলল গুলি, শহিদ দুই পুলিশকর্মী
নিজস্ব প্রতিবেদন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। চলল পুলিশকর্মীদের উপর হামলা। জানা গিয়েছে, শ্রীনগরের কাছে নওগামে পুলিশের একটি কনভয়ের উপর হামলা চালায় একদল সন্ত্রাসবাদী। হামলায় দু’জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও একজন পুলিশকর্মী।
হঠাৎ পুলিশের একটি কনভয়কে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। সাথে সাথেই পাল্টা গুলি করে পুলিশকর্মীরাও। বেশ কিছুক্ষন ধরে চলে গুলিবিনিময়। জখম হন তিন পুলিশকর্মী। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন দু’জনের মৃত্যু হয়।
কাশ্মীর জোন পুলিশ ট্যুইটে জানিয়েছে, ‘নওগাম বাইপাসের কাছে পুলিশের একটি দলের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। তিনজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মধ্যে থেকে দু জন শহিদ হন। গোটা এলাকাকে ঘিরে রেখেছে পুলিশ। পরবর্তী সময়ে আরও সবিস্তার জানানো হবে।’
স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন এরূপ হামলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগে ফেলছে প্রশাসনকে। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এটাই প্রথম স্বাধীনতা দিবস। তাই এদিন যাতে কোনও বাধা না আসে সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে হবে। তার আশেপাশে কড়া নিরাপত্তা দেওয়া হবে।