দেশে দৈনিক সুস্থতার হার স্বস্তি ফেরাল, সুস্থের সংখ্যা আক্রান্তকে ছাপিয়ে গেল
নিজস্ব প্রতিবেদন, দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সম্প্রতি করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেশ কমেছে। গতকাল দেশে দৈনিক সুস্থতা ছিল দৈনিক আক্রান্ত সংখ্যার থেকে বেশি।উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৫ হাজারের উপরে।এবং সুস্থের সংখ্যা প্রায় ৯৩ হাজার। আশা জাগাচ্ছে দেশের সুস্থতার হার।
তবে চিন্তার বিষয় হল দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দশ লাখ ছাড়ালো। ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে মোট করোনা আক্রান্তে ৬০ লক্ষ ছুঁতে চলেছে। আইসিএমআর-এর সমীক্ষায় জানা যাচ্ছে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি।সম্প্রতি প্রকাশিত ওই সমীক্ষা বলছে, প্রতিটি ‘কনফার্মড’ কেসের পাশাপাশি ৮০-১৩০টি কেস হিসেবের বাইরে থেকে যাচ্ছে।
গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৯৩ হাজার মানুষ (৯৩৪২০)। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ । ভারতে এখন সুস্থতার হার ৮২.১ শতাংশ।কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিন অনুসারে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৯ লক্ষ ৩ হাজার ৩৯২ জন। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯।পাশপাশি শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় বলি হয়েছে ১০৮৯ জন। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে প্রায় ৯৩৩৭৯ জনের। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। মৃত্যুহার ১.৬ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮৫৩৬২। এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্ত ৫৯ লাখ ছাড়িয়েছে। ভারত ইতিমধ্যেই ব্রাজিলেকে টপকে বিশ্ব করোনার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিকে আমেরিকা ও ব্রাজিলের দৈনিক আক্রান্তের গ্রাফ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। তাই বলা বাহুল্য আগামী কয়েকদিনের মধ্যে ভারত ছাপিয়ে যেতে পারে আমেরিকাকে।