সকলের সামনেই হাসপাতাল থেকে নিখোঁজ হয় করোনা রোগী, ২৪ ঘন্টা পর উদ্ধার হল রোগীর মৃতদেহ

সকলের সামনেই হাসপাতাল থেকে নিখোঁজ হয় করোনা রোগী, ২৪ ঘন্টা পর উদ্ধার হল রোগীর মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন, সকলের সামনে হাসপাতাল থেকে নিখোঁজ হন ৫৭ বছর বয়সী করোনা আক্রান্ত এক ব্যক্তি। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর রোগীর দেহ উদ্ধার হল ঝোপঝাড়ের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরের এক সরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে মাত্র ৫০০ মিটার দূরে ঝোপঝাড়ের মধ্যে থেকে তার দেহ পাওয়া যায়। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্টের কারণে তাকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রয়াগরাজের স্বরূপ রানী নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পরিবারের দাবি, হাসপাতালে রোগীর চিকিৎসা ভালোভাবে করেনি ডাক্তাররা। কোনোরকম দেখাশোনা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে ‘অবহেলা’র অভিযোগ করেছে এবং দাবি করেছে যে হয়রানির শিকার হওয়ায় রোগীটি পালানোর চেষ্টা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এসব দাবি অস্বীকার করেছে।একটি সিসিটিভি ফুটেজে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের কোভিড ওয়ার্ডের গেট থেকে করোনা ভাইরাসের উপসর্গযুক্ত এক রোগীকে বেরিয়ে আসতে দেখা যায়। প্রায় ৩০ সেকেন্ড পরেই, বেশ কিছু লোককে একসাথে ওই গেট দিয়েই বেরিয়ে আসতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে এই লোকগুলো হাসপাতালের কর্মী; তারা ওই রোগীটিকে উদ্ধার করার চেষ্টা করছিল।

হাসপাতালের অধ্যক্ষ্য এস পি সিং জানান, ওই রোগীর জ্বর ও শ্বাসকষ্টের সমষ্যা ছিল। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছিলেন। কিন্তু তারা কিছু বোঝার আগেই ওই রোগীটি পালিয়ে যায়। আমরা তৎক্ষণাৎ পুলিশকে জানাই।মৃত রোগীর মেয়ে বলেন, “আমার বাবা আর বেঁচে নেই। শুধুমাত্র হাসপাতালের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসার নামে রোগীদের সেখানে হয়রানি করা হচ্ছে। আমার বাবা ওয়ার্ডের বাইরে চলে গেলে অথচ কেউ তাঁকে আটকালো না। টাকা না দিলে রোগীদের খেতে অবধি দেওয়া হচ্ছে না”।ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা সামনে আসতেই সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে সমালোচিত হয়। যদিও অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে।

Leave a Comment