২০ হাজার টাকা দিতে না পারায় বিনা চিকিৎসায় অ্যাম্বুল্যান্সের মধ্যেই মৃত্যু হয় করোনা রোগীর
নিজস্ব প্রতিবেদন, ফের সামনে এল কলকাতার হাসপাতালের অমানবিকতার নজির। এবার মাত্র ২০ হাজার টাকার জন্য বিনা চিকিৎসা প্রাণ গেল এক করোনা রোগীর। যদিও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।ম্বুলেন্সেই পড়েছিল রোগী। কোনোরকম চিকিৎসা না হওয়ায় মারা যান করোনায় আক্রান্ত বৃদ্ধা। বৃদ্ধা পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা, নাম লায়লা বিবি (বয়স ষাট বছর)। পরিবার সূত্রে খবর, স্বামীর অসুস্থতার জন্য কলকাতায় আসেন। কিন্তু শনিবার মৃত্যু হয় স্বামীর।
জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর এরপর অসুস্থ হয়ে পড়েন বৃ্দ্ধাও। আশঙ্কাজনক অবস্থায় পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে জানা যায়, তিনি আক্রান্ত। কিন্তু করোনা রোগীদের জন্য কোনও ব্যবস্থা ছিল না ওই হাসপাতালে। সেই কারণেই রোগীকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার। সেই মতো ওই করোনা আক্রান্তকে কলকাতার ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ, “হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তির আগে জমা দিতে হবে ৩ লক্ষ টাকা। ২ লক্ষ ৮০ হাজার টাকা জমা দেওয়া হয়েছিল।কিন্তু পুরো টাকার জন্য ভর্তি নিয়ে টালবাহানার মধ্যেই অ্যাম্বুল্যান্সের মধ্যেই মৃত্যু হয়। ” যদিও টাকার জন্য ভর্তি নিয়ে টালবাহানার অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীকে মৃত অবস্থায় আনা হয়।