উদ্বেগজনক অবস্থা দেশের! শুধু আক্রান্ত নয় করোনায় মৃত্যুর নিরিখেও রেকর্ড গড়ল ভারত! একদিনে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৯
নিজস্ব প্রতিবেদন, ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দেশে। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা এবার ১২ লক্ষ টপকালো। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭২০ জন। করোনায় ভারত যেন রেকর্ড করতে ছুটছে। প্রতিদিন ভারত করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ছে। পাশাপাশি মৃত্যুর নিরিখেও ভারত রেকর্ড গড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। গতকাল সংখ্যাটা ছিল ২৮ হাজার ৭৩২। অর্থাত্, একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড।
তবে জানা যাচ্ছে, সুস্থের সংখ্যাও নেহাত কম নয়। দেশে সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৫৭ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.১৮ শতাংশ এবং মৃত্যুর হার ২.৪১ শতাংশ।তবে মহারাষ্ট্রের অবস্থা এখনও শোচনীয়।দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে করোনাতে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৫৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ২৮০, যা সত্যি উদ্বেগজনক।
পাশাপাশি দিল্লিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭১৯ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় রাজধানীতে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২২৭। যা এখনও অনেকটাই বেশি।তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৪৪। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৪৯২, যা ২৪ ঘণ্টা আগে ছিল ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩। এবং গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ২২৪। গুজরাতে করোনা আক্রান্ত ৫১ হাজার ৩৯৯ জন।