সাত মাস পর খুলতে চলেছে সিনেমা হল, প্রয়োজনীয় নির্দেশিকা জারি কেন্দ্রের

সাত মাস পর খুলতে চলেছে সিনেমা হল, প্রয়োজনীয় নির্দেশিকা জারি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন, সবদিক বিচার করে এবার খুলতে চলেছে সিনেমা হল। প্রায় সাত মাস পর করোনা মহামারীর জন্য আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পঞ্চম দফায় মাল্টিপ্লেক্স এবং সিনেমা হল খুলছে। স্বরাষ্ট্রমন্ত্রক আনলক-৫ এর জন্য জারি নির্দেশিকায় আগেই ঘোষণা করেছিল যে সিনেমা হল ১৫ অক্টোবর থেকে খোলা যাবে কিন্তু তা খুলতে হবে একাধিক স্ট্যান্ডার্ড অপারেটিং স্টিস্টেম (SOP) মেনে।ঙ্গলবার সেই সব বাধ্যতামূলক নির্দেশিকার তালিকা ঘোষণা করল তথ্য সম্প্রচার-মন্ত্রক। এদিন তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, প্রত্যেক শো শুরুর আগে করোনা সর্তকতামূলক একটি এক মিনিটের ছবি দেখানো বাধ্যতামূলক প্রতি সিনেমা হল বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের জন্য।

তাতে বলা হয়েছে আগামী ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খোলা যাবে। সিনেমা হল খোলার বিষয়ে প্রয়োজনীয় SOP বা বিধিনিষেধ শীঘ্রই সিনেমা হল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। খুলছে বিনোদন পার্ক, বিজনেজ সংক্রান্ত প্রদর্শনী করারও অনুমতি দেওয়া হয়েছে।

সিনেমা হল খুলতে গেলে খুলতে গেলে কি কি নিয়ম মানা বাধ্যতামূলক
১. দর্শক আসন সংখ্যার ৫০ শতাংশই পূরণ করা যাবে।
২. বসার সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।
৩. ‘এই সিটে বসা যাবে না’- এই ধরণের লেখা লিখে দর্শকদের আগে থেকেই সতর্ক করতে হবে।
৪. হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে।
৫. সবাইকে উপদেশ দিতে হবে অরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করে ব্যবহার করার জন্য।
৬. বাধ্যতামূলক ভাবে প্রবেশ পথে থ্যার্মাল স্ক্রিনিং করতে হবে এবং সেটি পাস করলে তবেই সিনেমা হলে ঢোকা যাবে।
৭. সিনেমার প্রতিটি শোয়ের মাঝে নির্দিষ্ট ব্যবধান রাখা বাধ্যতামূলক।
৮. ডিজিট্যাল মাধ্যমে টিকিটের টাকা চোকানোর ব্যাপারে দর্শকদের উত্সাহিত করতে হবে।
৯. নির্দিষ্ট অন্তরালে সিনেমা হল, বক্স অফিস কাউন্টার স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
১০. ইন্টারভাল বা মাধ্যহ্ন বিরতির সময় দর্শকদের যতটা সম্ভব কম নড়চাড়ার জন্য অনুরোধ জানাতে হবে
১১. ভিড় এড়ানো জন্য সারা দিন একাধিক টিকিট কাউন্টার খুলে রাখতে হবে এবং আগাম টিকিট বুকিংয়ের সুবিধা রাখতে হবে।
১২. মাক্স, গ্লাভস, শিল্ড গিয়ার, পিপিই কিটের মতো প্রয়োজনীয় সুরক্ষাকবচ সিনেমা হলে কর্মীদের দিতে হবে।
১৩. সহজে যোগাযোগ করার প্রয়োজনীয়তা মাথায় রেখে বাধ্যতামূলক প্রত্যেক দর্শকের ফোন নম্বর তালিকাবদ্ধ করতে হবে।
১৪. সিনেমা হলে একমাত্র প্যকড খাবারই মজুত থাকবে এবং খাবারের জন্য অনেকগুলো কাউন্টারের ব্যবস্থা করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে শুধুমাত্র প্যাকড খাবারই হলের ভিতরে নিয়ে যাওয়া যাবে। বায়ু নিয়ন্ত্রন ব্যবস্থাও সঠিক হওয়া নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। সিনেমা হলের এয়ার কন্ডিশনারের তামপাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই রাখতে বলা হয়েছে।পাশাপাশি এদিকে, সোমবারই কেন্দ্রী শিক্ষামন্ত্রক দেশজুড়ে স্কুল খোলার গাইডলাইন প্রকাশ করেছে। আপাতত পর্যায়ক্রমে স্কুলগুলি খোলা হবে। ছোট থেকে বড় পড়ুয়াদের জন্য এসওপি জারি করেছে কেন্দ্র। তবে খুদে না উঁচু ক্লাসের পড়ুয়াদের আগে পঠনপাঠন শুরু হবে তা পুরোপুরি ভাবে রাজ্যগুলির উপর সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছেড়েছে কেন্দ্র।

Leave a Comment