আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে চ্যালেঞ্জ চীনের, পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ হল চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তা-র শরীরে

আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে চ্যালেঞ্জ চীনের, পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ হল চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তা-র শরীরে

নিজস্ব প্রতিবেদন, চীন থেকে উৎপন্ন করোনা ভাইরাস আজ গোটা বিশ্বে রাজ্ করছে। এই অতিমারী করোনার জেরে জনজীবনে আমূল পরিবর্তন এসেছে। ২০০ টিরও বেশি দেশ আতঙ্কের মধ্যে রয়েছে। দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরমধ্যে এবার চীন আবিষ্কৃত করোনা ভাইরাসের প্রতিষেধক প্রয়োগ করার কথা জানা গেল। চিনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তা-র শরীরে সেই প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। যদি সফল মেলে তাহলে সেই প্রতিষেধক প্রয়োগ করা হবে অন্যদের শরীরে, এমনটাই জানিয়েছেন চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)কর্তা গাও ফু।

চিনা ই-কমার্সের অন্যতম ধারক আলিবাবা-য় আয়োজিত ওয়েবিনার আসরে গাও সকলকে জানান, “আমি একটি আন্ডারকভার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছি। আমার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আশা করছি, এটি কাজ করছে ঠিকমতো”। তবে সূত্রের খবর, দেশের সরকার সাধারণ মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের ব্যাপারে অনুমতি দেওয়ার আগেই চিনের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা নিজেদের কর্মীদের উপর প্রতিষেধক প্রয়োগ করে দেখেছে। সরকারের অনুমতি না নিয়ে এই কাজ করা যথেষ্ট অপরাধমূলক। কিন্তু উচিত-অনুচিতের তোয়াক্কা না করেই সংস্থাটি তাদের ৩০ জন কর্মীর উপর প্রতিষেধক প্রয়োগ করেছে গত মার্চেই।

যদিও গাও ফু-কে কখন কবে সেই প্রতিষেধক দেওয়া হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনও কথা তিনি জানাননি। আসলে সঠিক ভ্যাকসিন টোরি করার চ্যালেঞ্জ নিয়ে আমেরিকা, ব্রিটেনের সঙ্গে এগোচ্ছে চীন।সম্প্রতি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে বিশ্বস্বাস্থ্য আইন বিশেষজ্ঞ লরেন্স গোস্টিন তো বলেইছেন, “এখন যা অবস্থা কোভিন-১৯ প্রতিষেধক হল একেবারে অমৃতের মতো বস্তু। কে আগে হাতে পাবে তা নিয়ে না চাইলেও একটা লড়াই চলছেই। এ সেই অনেকটা কে আগে চাঁদে লোক পাঠাতে পারে তা নিয়ে রাশিয়া আর আমেরিকার লড়াইয়ের মতো।”

Leave a Comment