দেশের সকল নাগরিকদের এবার ই-পাসপোর্ট করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার
নিজস্ব প্রতিবেদন, দেশের সকল নাগরিকদের এবার ই পাসপোর্ট করার কথা ভাবছে সরকার। ২০২১ সালের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত সেই ই-পাসপোর্ট দেশের সব নাগরিকের জন্য ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। এমনটাই পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কেন্দ্রের পাসপোর্ট নিয়ে নয়া পরিকল্পনায় পাসপোর্ট জাল হওয়ার সম্ভাবনাও কমে যাবে।
এখন দেশে ৩৬টি প্রধান পাসপোর্ট অফিস রয়েছে। আগামী দিনে তার সবক’টিতেই মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত ই-পাসপোর্ট তৈরি করা যাবে।২০২১ সালে পাসপোর্ট সংক্রান্ত নতুন পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পরে কেউ নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পাশাপাশি পুরনো পাসপোর্ট রি-ইস্যু করতে চাইলেও ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ-সহ ই-পাসপোর্ট পাওয়া যাবে।দিল্লি এবং চেন্নাইয়ে ই-পাসপোর্ট তৈরি হবে।
বিদেশ মন্ত্রকের সিপিভি ডিভিশন থেকে মাইক্রোপ্রসেসর চিপ ব্যবহার করে ২০ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে। সেই উদ্যোগ সফল হওয়ার পরেই দেশের সব নাগরিকের জন্য একই রকম পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচয়পত্রের কাজ করবে। এর সঙ্গে সুরক্ষার প্রশ্নও জড়িয়ে থাকবে।