দিল্লির একটি পাওয়ার সাব-স্টেশনে ভয়াবহ আগুন, আতঙ্কে স্থানীয়রা

দিল্লির একটি পাওয়ার সাব-স্টেশনে ভয়াবহ আগুন, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদন, দিল্লির অদূরে নয়ডার একটি পাওয়ার সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড। বুধবার সকাল ৮.৩০টা নাগাদ নয়ডার ১৪৮ নম্বর সেক্টরে নলেজ পার্ক এলাকার পাওয়ার সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বেশ কয়েকটা ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তত্‍‌পরতায় আগুন নেভানোর কাজ চালায়। আগুন দ্রুত বাড়ছিল।

এখনও আগুন লাগার আসল কারণ, স্পষ্ট জানা যায়নি। তবে কোনও হতাহতের খবর আসেনি। এরূপ সাত সকালে ভয়াবহ আগুনের জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আগুনে পাওয়ার সাব-স্টেশনের ট্রান্সফর্মার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।সকালে প্রবল বৃষ্টির কারণে আগুন নেভায় বেশ সাহায্য এসেছে।

করোনা সংকটকালে দেশের বিভিন্ন জায়গায়, ক্রমাগত অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। অতি সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় এক জনের, আহত হয়েছেন কমপক্ষে তিনজন। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের পালঘরের তারাপুর শিল্পাঞ্চলে এই বিস্ফোরণ ঘটে।

Leave a Comment