লাদাখ সীমান্ত থেকে এখনও সরেনি চীন, আজ বৈঠকে অজিত দোভাল

গলওয়ান সংঘর্ষের পরেও চিন নিজের অবস্থান এখনো অব্দি ঠিক রেখেছে, চীন সেনারা এখনো নিজেদের সংঘর্ষের অবস্থানের থেকে একচুলও পিছায়নি। ২২ জুন কোর কমান্ডার লেভেলের বৈঠকে যদিও বা দু’পক্ষ রাজি হয় নিজেদের সেনা সরানোর জন্য কিন্তু চীনের পক্ষ থেকে এরপর আর কোন সদার্থক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। উল্টে তারা প্রত্যেকবার গলওয়ান উপত্যকার অধিকার দাবী করে যাচ্ছে।

লাদাখ অবস্থা পর্যালোচনার জন্য বৈঠকে বসছে কেন্দ্রের চায়না স্টাডি গ্রুপ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন এই গোষ্ঠীতে রয়েছেন সেনাপ্রধান, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের ক্যাবিনেট সচিব এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান। ১৯৯৭ সালে গঠিত এই গোষ্ঠী চীন সম্পর্কিত নীতি ও কৌশলগত অবস্থান নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বলাই বাহুল্য ১৫ জুন গলওয়ান উপত্যকায় ভারত এবং চীন সৈন্যদের মাঝে হিংসাত্মক হাতাহাতি হয় এবং তার জেরে কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হয়ে যান, ভারতের তরফে দাবি করা হয়েছে ৪৩ জন চীন সেনার মৃত্যুর কথা, কিন্তু বিজিং সরকার সে বিষয়ে নিজেদের মন্তব্য স্পষ্ট করেনি। আমেরিকার একটি গুপ্তচর সংস্থার রিপোর্ট অনুযায়ী বেজিং থেকেই চীনের কমিউনিস্ট সরকার সেদিন গলওয়ানে ভারতীয় সেনাদের উপর আক্রমণের কথা বলেছিল, এবং যেহেতু লাইন অব একচুয়াল কন্ট্রোলে এবং ভারতের মধ্যে সমঝোতা রয়েছে কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার তাই সেদিন চিনসেনারা বেসবল ব্যাট এ কাঁটাতার জড়িয়ে ভারতীয় সেনাদের আক্রমণ করে। তবে চীনের কমিউনিস্ট মিডিয়া দাবি করেছে, গোটা ভুলটাই ভারতের।

এদিকে আমেরিকার বিদেশ সচিব ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের মন্ত্রণাদাতা মাইক পম্পেও বলেছেন আমেরিকান সেনাদের ইউরোপ থেকে এশিয়ার বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হচ্ছে, এবং আমেরিকা চীনের আগ্রাসন নীতির বিরোধিতা করে এবং ভারত ও চীন সম্পর্কের উপর কড়া নজর রাখছে।

Leave a Comment