মার্কিন দৈনিক “দা ওয়াল স্ট্রিট জার্নাল” জানাচ্ছে বেকারত্বের সংকটে পড়া মার্কিন নাগরিকদের বাঁচাতে আপাতত বন্ধ করা হতে পারে বিদেশীদের জন্য এইচ ওয়ান বি ভিসা। এমনকি ছাত্র ভিসাও সাময়িকভাবে বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে।
করোনার প্রভাবে বেকারত্বের হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর তাই ভিসা নিয়ে করাকরির কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসা নিয়ে কাজ করছেন প্রায় পাঁচ লক্ষ বিদেশী, যার মধ্যে ভারত এবং চীনের নাগরিকদের সংখ্যাটাই বেশি, এবং এদের বেশিরভাগটাই জড়িয়ে রয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, ফলে ভিসা বন্ধ করলে ভারতীয়দের উদ্বেগ যে বাড়বে সেটা বলাই বাহুল্য।
মার্কিন দৈনিকটির খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত আমলারা চাইছেন এই ধরনের ভিসা গুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতে যাতে মার্কিন মুলুকে বহিরাগতদের চাকরির সংখ্যাটা কমিয়ে নিজের দেশের বেকারত্বের সংখ্যাটা কিছুটা হলেও কমানোর চেষ্টা করা যায়। মার্কিন দৈনিকটির করা সার্ভে অনুযায়ী সেদেশে করোনা সংকটে গত দু মাসে চাকরি হারার সংখ্যাটা প্রায় ৩ কোটি ৩০ লক্ষ যেটা যেকোনো দেশের ক্ষেত্রে রীতিমতো উদ্বেগজনক।
এদিকে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধির হার ঋণাত্মক হতে চলেছে। সরকারি সূত্রের খবর শুধু এপ্রিলেই আমেরিকায় বেকারত্বের হার বেড়েছে প্রায় ১৪ শতাংশ।