তেলেঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন, আটকে পড়া ৬ জনের দেহ উদ্ধার

তেলেঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন, আটকে পড়া ৬ জনের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন, করোনার জেরে গোটা দেশ জর্জরিত। আর তারমধ্যে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে পৃথিবী। এর মধ্যেই তেলেঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন লেগে যায়। রাতে একটি পাওয়ার হাউসের ভেতরে আগুন লাগায় আটকে পড়েছিলেন ৯ জন কর্মী। যুদ্ধকালীন তত্‍‌পরতায় চলে তাঁদের উদ্ধারকাজ। কিছুক্ষন আগে আটকেপড়া ৬ কর্মীর দেহ খুঁজে পায় দমকল কর্মীরা। বিদ্যুত্কেন্দ্রের ভেতরে এখনও আটকে আরও ৩ জন।

অন্ধ্র-তেলঙ্গানা সীমান্তের ওই জলবিদ্যুত্ কেন্দ্রে আগুন লাগে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ। ইতিমধ্যেই ১০জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে আটকে নয়জন। এদের মধ্যে ছিলেন একজন ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ৪ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনয়ার, ২ জুনিয়ার অ্যাটেন্ডেন্ট। আগুন লাগার পরই বিদ্যুত্কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

তবে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, শ্রীশৈলমের হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে।বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ওই জলবিদ্যুকেন্দ্রের ভূগর্ভস্থ চার নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটে। সাই বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। সেই সময় ১৯ জন কর্মী নাইট শিফট-এ কাজ করছিলেন। দ্রুত আগুন ছড়াতে শুরু করায় তাদের মধ্যে ১০ জন কোনওরকমে কেন্দ্র থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। তবে ন’জন ভিতরে আটকে যান।

Leave a Comment