কিন্ডারগার্টেনের শিশুদের খাওয়ারে বিষ, মৃত্যুদন্ড শিক্ষিকার

সহকর্মীর সাথে বচসার জেরে তার সেকশনের শিশুদের খাবারের সাথে বিষ মিশিয়ে বদলা নিলেন এক শিক্ষক। ওয়াং ইউন নামের ওই শিক্ষিকা গতবছর মার্চ মাসে শিশুদের জলখাবারে দেওয়া পরিজের সাথে বিষ মিশিয়ে দেন, ঘটনাটি ঘটে চীনের জিয়াউজুও শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে, পরে ওই শিক্ষিকা ধরা পড়লে আইনি মোকদ্দমার পর কাল তাকে মৃত্যুদন্ডে দণ্ডিত করা হয়।

ওই শিক্ষিকা ২৫ জন শিশুর খাবারে সোডিয়াম নাইট্রেট মিশিয়ে দিয়েছিলেন বলে পুলিশের অনুমান। বেশি পরিমাণে সোডিয়াম নাইট্রেট শরীরে গেলে তার থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে, সাধারণত পশু খাদ্য সংরক্ষণে এই রাসায়নিক ব্যবহার করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই ২৩ টি শিশু বমি করা শুরু করে, এবং প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর এ বছরের জানুয়ারিতে মৃত্যু হয় একটি শিশুর।

গত বছর মার্চেই পুলিশ ওয়াংকে গ্রেপ্তার করেছিল এবং তখনই সামনে এসেছিল যে নিছকই বচসার জেরে সহকর্মীর সেকশনের বাচ্চাদের খাবারে বিষ মিশিয়ে ছিলেন তিনি। প্রতিহিংসাপরায়ণতা মানুষকে যে কতটা ক্রুর দিকে নিয়ে যেতে পারে এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে নাকি এর আগেও নিজের স্বামীকে খাদ্যে বিষ প্রয়োগে মারার অভিযোগ উঠেছিল, যদিও সেই যাত্রায় ওয়াং-এর স্বামী বেঁচে গিয়েছিলেন।

কিন্ডারগার্টেনে হামলা চীনে নতুন কিছু নয়, এর আগেও বহু কিন্ডারগার্টেনে ছুরি দিয়ে হামলা চালানো হয়েছিল কিন্তু কখনোই অভিযুক্তের তালিকায় কোন শিক্ষক বা শিক্ষিকার নাম উঠে আসেনি।

Leave a Comment