বিশ্ব-উষ্ণায়ন ক্রমশ গ্রাস করছে গোটা বিশ্বকে, গলছে গ্রিনল্যান্ডের বরফ
বিশ্ব-উষ্ণায়ন ক্রমশ গ্রাস করছে গোটা বিশ্বকে, গলছে গ্রিনল্যান্ডের বরফ নিজস্ব প্রতিবেদন, প্রতিনিয়তই নিঃশব্দে গলছে গ্রিনল্যান্ডের বরফ। বিশ্ব-উষ্ণায়ন ক্রমশ গ্রাস করছে গোটা পৃথিবীকে। জুলাই মাসেই প্রায় ১৯ কোটি ৭০ লক্ষ টন বরফ গলে অতলান্তিক মহাসাগরে মিসেছে। ডেনিশ মিটিওরোলজিক্যাল ইন্সটিটিউট-এর গবেষক রুথ মটরাম জানান, উষ্ণায়নের প্রভাবে যে অস্বাভাবিক হারে বরফ গলছে, তা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ইউরোপীয় … Read more