জবনিকা পতন, এবারে ঋষি কাপুর
বুধবার ইরফান খানের প্রয়ানে শোকস্তব্ধ ছিল ভারত, আজ সকালে আবার ঋষি কাপুরের প্রয়ানে বাকরুদ্ধ হোলো বলিউড সহ গোটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যান্সারে, বিদেশে একটানা চিকিৎসার পর ফেরেন দেশে, বুধবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে ভর্তি করা হয় এইচ এন এন রিলায়েন্স হসপিটালে। সেখানেই মৃত্যুর হয় তাঁর আজ সকালে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। … Read more