সীমান্তে চিন ক্রমশ তার প্রভাব বিস্তার করছে, বলছে রিপোর্ট
সীমান্তে চিন ক্রমশ তার প্রভাব বিস্তার করছে, বলছে রিপোর্ট নিজস্ব প্রতিবেদন, লাদাখ সীমান্তে ক্রমশ চিন তার শক্তি বাড়াচ্ছে। গত তিন বছরে সীমান্তে চিন তার শক্তি তিন গুন্ বাড়িয়ে দিয়েছে। তাদের প্রধান উদ্দেশ্য এখন ভারতের সঙ্গে এলএসি বরাবর এলাকাগুলি নিজেদের কব্জায় রাখা। কিন্তু ভারতও পুরোপুরি প্রস্তুত। এরআগেও চিনের ছক ভেস্তে দিয়েছে ভারত। এলএসি বরাবর সংলগ্ন এলাকায় … Read more