আমেরিকা ও চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ পুরোদমে বিদ্যমান, এবার অস্ট্রেলিয়াও আমেরিকাকে এর মধ্যে কিছুটা এগিয়ে দিল। পশ্চিম অস্ট্রেলিয়াতে “স্ট্র্যাটেজিক স্পেস ট্রাকিং স্টেশন”-এর আন্টিনা চীন ভাড়া করে ব্যবহার করত তার উপগ্রহ গুলির উপর নজর রাখার জন্য। “দা সুইডিশ স্পেস কর্পোরেশন ” -এর নিয়ন্ত্রণাধীন ছিল এই স্টেশনটি যেখানে টাকার বিনিময়ে মহাকাশে নজর রাখতে এন্টেনা ভাড়া দেওয়া হত। তবে এবার ওই সুইডিশ সংস্থাটি জানায় চীনের সঙ্গে তাদের চুক্তির আর পুনর্নবীকরণ করা হবে না।
প্রসঙ্গত ২০১১ সাল থেকে চীন এই সুইডিশ সংস্থাটির এন্টিনা ব্যবহার করে আসছে। তবে এই বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য প্রকাশ করা হয়নি। চীনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও কোন মন্তব্য করা হয়নি। দক্ষিণ চীন সাগরে চীনের বাড়বাড়ন্ত রোখার জন্য ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরী করা হয়েছে কোয়াড গ্রুপ।
অন্যদিকে আমেরিকার সাথে চীনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের এয়ার ফোর্স একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে চীনের বেশকিছু জঙ্গিবিমান কিছু বিচ্ছিন্ন দ্বীপে আক্রমণের মহড়া চালাচ্ছে। তবে পরে বোঝা যায় যে বায়ুসেনার মহড়ার সাথে বেশকিছু হলিউড সিনেমার ক্লিপিংস জুড়ে দিয়ে সেই ভিডিও প্রকাশ করেছিল চীনের এয়ার ফোর্স।