হতবাক দরিদ্র পরিবার, হঠাৎ অ্যাকাউন্টে জমা পড়ল ১০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদন, অভাবী বাড়ির ১৬ বছরের সরোজ নামে সেই কিশোরী গত দু’বছর আগে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিল বাঁশডিহতে এলাহাবাদ ব্যাঙ্কে। হঠাৎ জানতে পারে তার অ্যাকাউন্টে ৯ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৭৩৬ টাকা জমা পড়েছে। এদিকে অ্যাকাউন্ট হোল্ডার এ ব্যাপারে কিছুই জানেনা। এটা জানার পর হতভম্ব ওই কিশোরী এবং তার পরিবার। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলিয়া জেলার রুকুরপুর গ্রামে।
জানা গিয়েছে, কিশোরীর বাড়িতে দারুন অভাব। বাবা আমদাবাদের একটি গ্যারেজে কাজ করেন। গত সোমবার ওই কিশোরী তার বাবা মাকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কের শাখায় যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশকে এমন ঘটনার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানায়। এদিকে ব্যাঙ্ক কর্তপক্ষের বক্তব্য, ওই অ্যাকাউন্ট থেকে এর আগেও একাধিকবার মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। তবে সরোজ এ ব্যাপারে কিছুই জানেনা বলে জানায়।
আপাতত ওই অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দিয়েছে।তবে সরোজের অজান্তে কিভাবে ওই অ্যাকাউন্টে এত টাকা এল এবং এর আগেও কারা ওই অ্যাকাউন্ট থেকে লেনদেন ছালাত, তা নিয়ে রয়েছে সন্দেহ। গত সোমবার কিশোরী ও তার বাবা মাকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কের শাখায় যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশকে এমন ঘটনার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানায়।
এ বিষয়ে সরোজ জানিয়েছে, “প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কানপুরের দেহাত জেলার নীলেশ নামে এক যুবক তার থেকে আধার কার্ড, ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি নিয়েছিলেন, এমনকি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম কার্ড ও পিন রয়েছে ওই যুবকের কাছে”।পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।