মৃত্যুর হার কম ইউরোপে

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর রীতিমতো সংকটে গোটা ইউরোপ। একধারে যেরকম অর্থনীতি মার খাচ্ছে দিনের পর দিন সেরকমই গোটা ইউরোপ জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। নাগরিকেরা আর কেউ ঘরে বন্দী থাকতে চাইছেন না, উত্তরোত্তর বাড়ছে জনবিক্ষোভ। তবে সম্প্রতি ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল এর করা একটি পরিসংখ্যানে জানা যাচ্ছে যে ইউরোপ জুড়ে সংক্রমণের হার বাড়লেও কমেছে মৃত্যুর হার।

বৃটেনের উপর করা পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে জুনের পর থেকেই সেখানে কমেছে মৃত্যুর হার। এরপর অগাস্ট মাস নাগাদ মৃত্যুর হার তলানীতে ঠেকে। যেখানে জুন মাস নাগাদ মৃত্যুর হার ছিল ৩% সেখানে আগস্টে তা কমে দাঁড়ায় .৫%। যদিও এই মুহূর্তে মৃত্যুর হার বেড়ে হয়েছে .৭৫%।

আমেরিকাতে করা একটি সমীক্ষায় ধরা পড়েছে সেদেশেরও মৃত্যুর হার আগের থেকে কমেছে। সম্প্রতি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের করা একটি সমীক্ষায় ধরা পড়েছে যে করোনা সংক্রমিত ব্যাক্তিদের মধ্যে কমেছে মৃত্যুর হার। তাদের দাবি, মানুষের অতিরিক্ত সাবধানতা এবং সামান্য কাপড়ের মাস্ক করোনা মোকাবিলায় বিশালভাবে কাজে দিয়েছে।

তবে করোনা সংক্রান্ত লকডাউন এর বিপক্ষে গোটা ইউরোপ জুড়ে যে বিক্ষোভ প্রদর্শন চলছে সেগুলো এক একটা করোনা হটস্পট হয়ে উঠছে। এদিকে আমেরিকাতেও ভোট প্রচার সভা গুলি থেকে প্রচুর পরিমাণে আক্রান্তের হদিস মিলছে। বিশেষজ্ঞদের মতে যদি এ ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা লাগু না করা যায় তবে করোনাকে হারানো খুব চাপের হয়ে উঠবে। বিশেষত এখনো করোনার প্রতিষেধক এবছর আসবে কিনা তাতে বিশাল সন্দেহ রয়েছে এবং ভ্যাকসিন এলেও তা ঠিক কতটা পরিমাণে কার্যকর হবে সেটা বলাও সময় সাপেক্ষ।

Leave a Comment