সুশান্তমৃত্যু কান্ডের পর থেকেই বলিউডে উঠেছে নেপোটিজম এর ঝড়। একের পর এক স্টার কিড কে নিয়ে চলছে নানা জল্পনা। ইতিমধ্যেই মাদককান্ডেও জড়িয়েছেন কিছুজন। এরই মধ্যে উদিত পুত্র আদিত্য নারায়ণ ক্ষোভ প্রকাশ করেছেন জনগণের এই মতবাদে।
সেই ছোট্ট বেলা থেকে খুচরো খুচরো ভাবে সঙ্গীত জগতে কাজ করে যাচ্ছেন আদিত্য নারায়ণ। কিন্তু তা সত্ত্বেও বলিউডের মাটি শক্ত করতে পারেননি,এমনটাই মনে করেন তিনি। পদ্মভূষণ উপাধিতে ভূষিত পিতার পুত্র হয়েও আজও তিনি স্ট্রাগল করে যাচ্ছেন বোম্বাই ইন্ডাস্ট্রিতে।
৩৩ বছর বয়সী এই গায়ক ছোট বয়েসেই শিশু শিল্পী হিসাবে বলিউডে পা রেখেছিলেন। পরবর্তী সময়ে ২০১০ সালে ‘শাপিত’ সিনামায় অভিনয় করেন তিনি। যদিও তা দর্শকমহলে তেমন জায়গা করতে পারেননি। তারপর বেশ কিছু টিভি রিয়ালিটি শো তে হোস্ট হিসাবেও কাজ করে চলেছেন। কন্টেস্টেন্ট হিসাবেও পারটিসিপেট করেছেন তিনি। ২০১৩ সালে ‘রামলীলা’ সিনেমার গান গেয়ে তিনি যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন।
কিন্তু প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে পা শক্ত করতে পারেননি বলে তিনি নিজেও মনে করেন। তাই তিনি বলেন যে সব স্টার কিড দের কাহিনী যদি সমান হতো তাহলে তাঁর জীবনে হয়তো এখনও এতো স্ট্রাগল থাকতো না। যদিও তার গলার সুরের জাদু সত্যিই জনগণ পছন্দ করেন। কিন্তু কর্মজীবনে অন্য গায়কদের মতো প্রতিষ্ঠা পাননি।