উৎসবের মরশুমে আনলক ৫ এর সাথে সাথে আবারও খুশির খবর দিলো কেন্দ্র। চালু হচ্ছে শিয়ালদহ থেকে পুরী স্পেশাল ট্রেন। দূর্গাপুজোর সময় বা আগে পরে বাঙালীকে ঘরবন্দী রাখা দায়। এমনিতেই বহুদিন ধরে চলছে করোনা মহামারি তারসাথে লকডাউনের জের। ঘর থেকে প্রায় বেরোনোই বন্ধ সকলের। তার ওপর দীপুদার জন্য মন আন-চান বাঙালীর। ইতিমধ্যেই যদিও দীঘা, মন্দারমনি ভ্রমণ শুরু করেছে সকলেই। তবে পুরীর স্থান বরাবরই সবার শীর্ষে। তাই পুজোর আগেই পুরীর ট্রেন চালুর খবর শুনে আপামর বাঙালির মুখে উচ্ছ্বাসের প্রতিফলন।
আগামী ২ অক্টোবর থেকে চালু হতে চলেছে শিয়ালদহ-পুরী স্পেশাল ট্রেন। আপাতত সপ্তাহে ২ দিন চলবে এই ট্রেনটি। অক্টোবর থেকে প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার রাত ৮টায় শিয়ালদহ থেকে ছেড়ে পরদিন ভোর ৪ টে ৩৫ মিনিটে ট্রেনটি পুরী পৌঁছাবে। অন্যদিকে, ডাউন ট্রেনগুলি মঙ্গলবার এবং শনিবার রাত ৭টা ২০ মিনিটে পুরী থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। সেগুলি গন্তব্যে পৌঁছবে পরের দিন ভোর ৪টে ১৫ মিনিটে।
উৎসবের কথা মাথায় রেখে আগামী ১ অক্টোবর থেকে হাওড়া ডিভিশনের সব বুকিং কাউন্টার খোলা থাকবে। এ প্রসঙ্গে হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজীব রঞ্জন জানান, “দুরপাল্লার ট্রেন চলাচল বাড়ছে। তাই টিকিটের চাহিদা বাড়ায় কাউন্টারগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেনের ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের মতই।
অনেকদিন না বেড়ানোর আশা তবে পূরণ হতে চলেছে একেবারে জগন্নাথ দর্শণ করে। দেরি না করে এখনই টিকিট কেটে গুছিয়ে ফেলুন ব্যাগ। সমুদ্রের সাথে কাটিয়ে আসুন প্রানের স্থান ‘পুরী’।