সন্মানিত হলেন সোনু সুদ

হঠাৎ করে করোনার আগমনে দেশজুড়ে শুরু হয় লকডাউন। যে শব্দটাই সকলের জীবনে না শোনা ছিল তার সাথে মোকাবিলা কিভাবে করবে সেই নিয়ে চিন্তিত সারা বিশ্ব। ভারতের মজুর শ্রেনীর মানুষেরা তখন সবাই ঘরছাড়া কাজের জেরে। লকডাউনে কাজ বন্ধ হয়ে যায়। ঘরে ফেরার পরিবহনও বন্ধ। এই সময় ঈশ্বরের দূত হয়ে তাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন বলিউড তারকা সোনু সুদ। সম্পূর্ণ নিজ খরচে প্রিয়জনদের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি সকলকে। একাধিক পরিযায়ী শ্রমিককে নিজের উদ্যোগে ঘরে ফিরিয়ে শুধু দেশবাসীর নয়, বিদেশেরও মন জিতে নিয়েছেন সোনু সুদ। এবার তাঁর এই মহান কর্মযজ্ঞকে কুর্নিশ জানিয়ে পুরস্কৃত করল রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( UNDP ) ।

সোমবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হল তারকাকে। স্বভাবতই ইউনাইটেড নেশনসের মতন সংগঠনের তরফ থেকে পুরস্কৃত হয়ে উচ্ছ্বসিত সোনু । তবে দেশবাসী হিসেবে তাঁর যেটুকু কর্তব্য, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সেটুকুই করেছেন বলেই জানান তিনি । পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে যে এসডিজি ৩০ ( SDG 30 )-র ডাক দেওয়া হয়েছে , তাকেও সমর্থন জানান অভিনেতা। এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে তিনি সকলকে সাহায্য করতে চান এমনটাই তাঁর অঙ্গীকার।

এর আগে ‘স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, ডেভিড বেকহ্যাম, লিওনার্দো ডি’ক্যাপ্রিও, এমা ওয়াটসন, লিয়াম নিসন, কেট ব্ল্যাঞ্চেট, আন্তোনিও ব্যান্দেরাস, নিকোল কিডম্যান, প্রিয়াঙ্কা চোপড়া। এ বার সেই তালিকায় নতুন নাম সোনু সুদ।

Leave a Comment