মঙ্গলবার রাতভর করাচি সহ পাকিস্তানের বিভিন্ন শহরে ফুটে উঠেছিল আতঙ্কের ছাপ, করাচির আকাশে ভারতীয় যুদ্ধবিমান ঢুকে পড়েছে ঠিক এমনটাই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জল্পনা আরও তুঙ্গে ওঠে যখন গোটা করাচি জুড়ে ব্ল্যাক আউট করা হয়, পাক-এর ফোর্সের বিমানও টহল দিতে থাকে করাচির আকাশে কিন্তু বুধবার পর্যন্ত পাকিস্তান না ভারত কোন পক্ষের সরকারি এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
মঙ্গলবার গভীর রাতে করাচি থেকে আচমকাই টুইটারে একের পর এক পোস্ট হওয়া শুরু করে এবং ওখানে দাবি করা হয় যে ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় ঘোরাফেরা করছে। বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে একই রকমের খবর আসতে থাকে, এই জল্পনা তুঙ্গে ওঠে যখন করাচি জুড়ে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। অনেকেই বলেছেন ২০১৯ সালের ফেব্রুয়ারির বালাকোট স্ট্রাইক এর মতন অবস্থা।
বুধবার ভোররাত থেকে টুইটারে নতুন ট্রেন্ড শুরু হয় #করাচীব্ল্যাকআউট এবং হাজার হাজার টুইট এ বিষয়ে জল্পনা আরো উস্কে দেয়। কিন্তু বুধবার রাত পর্যন্ত এ বিষয়ে পাকসেনা বা ভারতীয় সেনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।