সমাধান সূত্র এখনো অধরা, মঙ্গলবার বৈঠকে মিললনা কোনো পথ তাই আজ আবার বৈঠকে বসছে ভারত এবং চীন। তবে চীন এখনো নিজের জায়গা থেকে একচুলও সরতে নারাজ।
পূর্ব লাদাখের গলওয়ানে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রয়েছে পরিবেশ, সোমবার চীন সেনার আক্রমণে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন এদিকে জবাবি হামলায় নিকেশ হয়েছে ৪৩ জন চীন সেনা, সীমান্তে যুদ্ধ কালীন পরিস্থিতি তৈরী হয়েছে।
সামরিক পর্যায়ে বৈঠক চলছিল অনেক আগে থেকেই, আর তার মধ্যে চীন সেনার এমন পদক্ষেপ চীনের আগ্রাসন নীতিকেই দর্শাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুর নাগাদ পরিস্থিতির কিছুটা খুললে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ফের বৈঠকে বসা হয়েছে।
ভারতের দাবি চীন সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লংঘন করে ভারতের দিকে কয়েক কিলোমিটার অনুপ্রবেশ করেছে এবং ওখান থেকে সেনা সরানোর জন্য চীনকে বারংবার বলা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লাদাখ পরিস্থিতি নিয়ে বুধবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই -এর সাথে কথা বলেন এবং ভারতের অবস্থান এই বিষয়ে স্পষ্ট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকেও চীনকে কড়া বার্তা দেওয়া হয়েছে।