নিরাপত্তা কঠোর করতে সিঙ্গাপুরে চালু হতে চলেছে ফেস রিকগনিশন

ব্যাংকিং ফ্রড থেকে কোন দেশই মুক্ত নয়। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা থাকলেও সরকারি ক্ষেত্রগুলোতে তার ব্যবহার সেরকমভাবে কোনো দেশেই হয়না। বায়োমেট্রিক ব্যবস্থার ক্ষেত্রে পাসওয়ার্ড এর জায়গায় হাতের ফিঙ্গার প্রিন্ট কিংবা চোখের রেটিনা স্ক্যান হয়, আর্থিক লেনদেনে সুরক্ষার ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা যথেষ্ট কার্যকরী হতে পারে।

আগামী বছর থেকে সিঙ্গাপুরের সরকারি প্রতিষ্ঠানগুলি পাসওয়ার্ড এর জায়গায় ফেস রিকগনিশন কে স্থান দিতে চলেছে, এটিও একটি বায়োমেট্রিক ব্যবস্থা যেখানে পাসওয়ার্ড এর জায়গায় মুখের আদল স্ক্যান করে পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন বুঝে তা ব্যবহার করা হয়।

জাতীয় আইডি স্কিম এর সাথে সিঙ্গাপুরই বিশ্বের এমন প্রথম দেশ যারা এরকম ব্যবস্থা মোতায়ন করতে চলেছে। সিঙ্গাপুরের সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যবস্থা মোতায়েন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল এবং পজিশন থেকে কোন ব্যক্তির ছবি তোলা হবে এবং সেখান থেকে তার ফেসিয়াল ইম্প্রেশন বানিয়ে সেটা জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এবং ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহার করা হবে।

ইতিমধ্যেই স্মার্টফোন টেকনোলজিতে ফেসিয়াল ভেরিফিকেশনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু এই একই পদ্ধতি গোটা দেশের সমস্ত নাগরিকের ওপর মোতায়ন করা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে এক্ষেত্রে হ্যাকারদের কাছ থেকে সরকারি ডেটাবেস সুরক্ষিত রাখা একটা চ্যালেঞ্জ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কারণ ফেসিয়াল এক্সপ্রেশন একটি স্পর্শকাতর ডেটা এবং যেকোন কারনে ডেটা লিকেজ হলে নাগরিকদের সমস্ত ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে।

Leave a Comment