প্রয়াত হলেন করোনা আক্রান্ত ভারতের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু

প্রয়াত হলেন করোনা আক্রান্ত ভারতের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু

নিজস্ব প্রতিবেদন, করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের পূর্বতন সচিব শেখর বসু। দেশের পরমাণু সাবমেরিন ‘অরিহন্ত’-এর মূল স্থপততি ছিলেন শেখর বসু। বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।ভারতে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ শেখর দু’বছর আগেও ছিলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ পান।

শেখরবাবু মুম্বাই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক) ‘-এ। ভারতে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। এছাড়া পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট কণাপদার্থবিজ্ঞানী নবকুমার মণ্ডল জানিয়েছেন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র শেখর মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক) ‘-এ। পরে বার্ক-এর অধিকর্তা হন। কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত বার্ক-এর অধিকর্তার দায়িত্বেই ছিলেন।

বিশিষ্ট বিজ্ঞানী ও ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ত অ্যাস্ট্রোফিজিক্স এর ডিরেক্টর সোমক রায়চৌধুরী শেখরবাবুর মৃত্যুতে শোকজ্ঞাপন করে বললেন, ‘‘শেখরবাবু অরিহন্তের রূপকার ছিলেন। পাশাপাশি পরমাণু শক্তিমন্ত্রকে থাকাকালীন তিনি ‘সার্ন’ প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় এবং মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধান সংক্রান্ত প্রকল্প ‘লাইগো’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’’

Leave a Comment