রোগীকে বাঁচাতে রক্ত দিলেন চার্নক হাসপাতালের সাতজন কর্মী

রোগীকে বাঁচাতে রক্ত দিলেন চার্নক হাসপাতালের সাতজন কর্মী

নিজস্ব প্রতিবেদন, রোগীকে প্রাণে বাঁচাতে নিজেদের শরীরের রক্ত দিয়ে মানবিক নজির গড়লেন হাসপাতলের কর্মীরা। এই করোনা আবহে আমাদের সকলের সুরক্ষা দিতে দিন – রাত পরিশ্রম করছেন সব ডাক্তার, নার্স সহ চিকিৎসার সঙ্গে যুক্ত সকল কর্মীরা। রোগীদের সেবা করার একটি আদর্শ নিদর্শন করে দেখালো চার্নক হাসপাতালের কর্মীরা। রোগীদের প্রয়োজনে নিজেরাই এগিয়ে এল।

হাসপাতালের সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার অধিবাসী বছর আটত্রিশের সঞ্জয় হাজরা গত মাসে ২০ তারিখ চার্নক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। করোনা সংক্রমণ ছাড়াও তার হার্টে গুরুতর ভাবে সমস্যা দেখা যায় । প্রায় এক সপ্তাহ আগে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা রোগীর বাঁ হার্টের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন ।

কিন্তু অস্ত্রোপচারের আগে রোগীর প্রয়োজন ছিল চার ইউনিট রক্ত প্রয়োজন। অন্য সময়ে ‘এ’ পজ়িটিভ গ্রুপের রক্ত পাওয়া গেলেও করোনা আবহে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও এই রোগির জন্য রক্ত জোগাড় করতে পারছিল না। রোগীকে সুস্থ করতে তখন তারা স্থির করে যে তারা নিজেরাই রক্ত দিয়ে রোগীর পরিষেবা দেবে । চার্নক হাসপাতালের সাতজন কর্মী এই উদ্যোগে সামিল হয়েছিলেন । এরপরই অপারেশন হয় সঞ্জয় হাজরার।

Leave a Comment