খুচরো ও গৃহ ঋণ গ্রহণকারীদের সাহায্যার্থে বিশেষ সুবিধা নিয়ে এল এসবিআই

খুচরো ও গৃহ ঋণ গ্রহণকারীদের সাহায্যার্থে বিশেষ সুবিধা নিয়ে এল এসবিআই

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে বহু মানুষের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। তাই তাঁদের কথা ভেবে স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পদক্ষেপ নিয়েছে। করোনা ভাইরাসের কারণে তাই খুচরো ঋণ গ্রহণকারীদের সাহায্যার্থে এসবিআই প্রথম স্কিম বাজারে আনল। এই মাসের শেষের দিকে এইডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের এমন স্কিম বাজারে আনার কথা রয়েছে, বলে সূত্রের খবর।

খুচরো ও গৃহ ঋণ গ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা এনে দিল স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।জানা যাচ্ছে, যে সমস্ত গ্রাহকেরা ১ মার্চ ২০২০ সালের আগে গৃহঋণ নিয়েছেন এবং নিয়মিত ঋণ শোধ দিয়ে এসেছেন, তাদের ক্ষেত্রে এই নতুন স্কিম আনা হয়েছে। এবার মোরাটোরিয়াম পিরিয়ড দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে।

তবে ঋণ গ্রহণকারীদের খাতায়-কলমে দেখাতে হবে যে করোনা ভাইরাসের কারণে তাঁদের আয় কমে এসেছে। এক্ষেত্রে ব্যাঙ্ক পুরোপুরি সেই গ্রাহকের ওপর নির্ভর করবে যে কবে তাঁর আয় পুরোপুরি স্বাভাবিক হবে বা তিনি আবার রোজগেরে হবেন। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য এসবিআই এর অনলাইন পোর্টালে গিয়ে দেখা যাবে।

Leave a Comment