এ বছরটি যেন বিষময় নক্ষত্র পতনের বর্ষ। একের পর এক ইরফান খান, সুশান্ত সিং রাজপুত, সরোজ খানের মতো তারকা বিয়োগের খবর মনকে বারবার কলুষিত করে চলেছে। সম্প্রতি সকলের প্রিয় সঞ্জু বাবা অর্থাৎ সঞ্জয় দত্তের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরটি মন থেকে মেনে নিতে পারছে না কেউই। হ্যাঁ ‘সড়ক ২’ রিলিজের কিছুদিন পরই মিডিয়াতে ছড়িয়ে পড়ে সঞ্জয় দত্তের অসুস্থতার কথাটি। বলিটাউনে উদ্বেগ সৃষ্টি হয়। ইতিমধ্যেই তিনি বিদেশ পারি দিয়েছেন চিকিৎসার জন্য।
এমতাবস্থায় হঠাৎই খবর ছড়ায় সঞ্জু বাবার হাতে নাকি আর কয়েকমাস। এই খবরে গোটা দেশ চমকে ওঠে। সোস্যাল মিডিয়ায় তার আরোগ্য কামনার পোস্ট শুরু করে দেয় সকলে। আরও গুজব রটে তার শরীর নাকি ভালো নেই। সোস্যাল মিডিয়ায় তার ভেঙে পড়া চেহারার ছবি দেখে অবশ্য এই খবর মেনেও নেয়।
তবে এই গুজবকে একেবারেই ভ্রান্ত বলে জানালেন তার পরিবার। তার বিদেশে চিকিৎসা চলছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এই গুজব রটাতেও অনুরোধ করেছেন তার পরিবার। সকলকে পাশে থাকার ও তার আরোগ্য কামনার আর্জি জানিয়েছেন তার পরিবারের সকলেই।