ভারত সহ বিশ্বের ২০টি দেশ স্পুটনিক ভি তে আগ্রহী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় ছিলনা স্পুটনিক ভি এর নাম। রাশিয়ার করোনা ভ্যাকসিন, যেটির এখনো তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেটিকে হঠাৎ করেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে মস্কো সরকার, ইতিমধ্যেই এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আমেরিকা, ব্রিটেনসহ ইউরোপের অনেক দেশ স্পুটনিক ভি এর ওপর নিজেদের অবিশ্বাস প্রকাশ করেছে। এমনকি রাশিয়ার অভ্যন্তরে ও এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট পরিমাণে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।

মস্কোর দাবি অনুযায়ী স্পুটনিক ভি হাতে পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে কুড়িটি দেশ। সংযুক্ত আরব আমিরশাহী, ইন্দোনেশিয়া, ব্রাজিল, সৌদি আরবিয়া, তুরস্ক, ভারত এবং দক্ষিন কোরিয়ার মতো বেশ কিছু দেশ এই ভ্যাকসিন পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাইরের দেশে ভ্যাকসিন তৈরি এবং বিনিয়োগের দায়িত্ব সামলাচ্ছে রাশিয়ান ডিরেক্ট ইনভেসমেন্ট ফান্ড। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্ক জানান ” প্রথমদিকে রাশিয়ার দুটি জায়গায় ভ্যাকসিন তৈরীর কাজ শুরু হবে”। সেপ্টেম্বর থেকে যে এই টিকা বিপুলভাবে উৎপাদন করা হবে তা আগেই জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে প্রশ্ন চিহ্ন এখনো থেকেই যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এর আগেই জানানো হয়েছিল যে ভ্যাকসিন সম্পর্কিত কোনো গবেষণাপত্র রাশিয়া এখনো প্রকাশ করেনি। এদিকে ভারত স্পুটনিক ভি পেতে কতটা ইচ্ছুক সেই নিয়ে বিদেশমন্ত্রকের থেকে এখনো কোনো উক্তি পাওয়া যায়নি তাই ভারত নিয়ে রাশিয়ার দাবিটিকে এখনো সঠিক বলে ধরা যেতে পারে না।

কিছুদিন আগেই করোনা ভাইরাসের একটি নতুন স্ট্রেন আবিষ্কার হয়েছে, যার নাম ডি৬১৪জি। এটিকে সুপার স্প্রেডার আখ্যা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ফিলিপিনস এবং মালয়শিয়াতে এই সুপার স্প্রেডার এর খোঁজ পাওয়া গিয়েছে। মালয়েশিয়াতে একটি ক্লাস্টারের ৪৫ জন এই স্ট্রেনটির প্রভাবে আক্রান্ত হয়েছে এবং সে দেশের বিদেশমন্ত্রক দাবি করেছে যে ভারত ফেরত এক ব্যবসায়ী এই সংক্রমনের উৎস। এই ঘটনায় কপালে ভাঁজ পড়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রকের।

তবে ভাইরাসটির এই নতুন প্রজাতির জন্য যে ভ্যাকসিন গবেষণায় কোনরকম ভাটা পড়বে সেটা মানতে নারাজ বিশেষজ্ঞরা। ইন্টার্নেশনাল সোসাইটি অফ ইনফেকশাস ডিজিজেস এর কর্তা পল তাম্বিয়া বলেন ” যতই মিউটেশন হোক না কেন, সেটি সম্ভাব্য প্রতিষেধক এর কার্যক্ষমতা হ্রাস করতে পারবে না”।

Leave a Comment