ব্যাটারী চালিত বিমানের সফল পরীক্ষণ

বিরাট আবিষ্কারের পথে রোলস রয়েস। সম্প্রতি কোম্পানিটির তৈরী ব্যাটারি চালিত বিমান সফলভাবে গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। পেট্রল ডিজেল যে ভবিষ্যতে ব্যবহার হবে না তা একপ্রকার নিশ্চিত। বিকল্প রাস্তার পথে অনেকদিন থেকেই হাঁটার চেষ্টা করেছিলেন বৈজ্ঞানিকেরা। সম্প্রতি রোলস রয়েসের গবেষকরা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপে সফল হয়েছে।

প্রকল্পটির নাম রাখা হয়েছে
“আকসিলারেটিং দ ইলেক্ট্রিফিকেশন অফ ফ্লাইট”। বিমানটির নাম রাখা হয়েছে “আয়ন বার্ড “। ব্যাটারী চালিত এই বিমানটির বিদ্যুৎ দিয়ে নাকি ২৫০ টি পরিবারের বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

রোলস রয়েসের সাথে “ইয়াসা” এবং ঘড়ি প্রস্তুতকারক সংস্থা “ব্রেমন্ট ” এই গবেষণায় অংশগ্রহণ করেছে। সংস্থাটির মতে বিমানটি ভবিষ্যতের পথপ্রদর্শক হবে।

কোম্পানির ডিরেক্টর রব ওয়াটসন জানান “২০৫০ সালের মধ্যে জিরো কার্বন এমিশনের দিকে এগোচ্ছে রোলস রয়েস, শীঘ্রই আয়ন বার্ড উড়বে আকাশে “।

Leave a Comment