বুধবার ইরফান খানের প্রয়ানে শোকস্তব্ধ ছিল ভারত, আজ সকালে আবার ঋষি কাপুরের প্রয়ানে বাকরুদ্ধ হোলো বলিউড সহ গোটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যান্সারে, বিদেশে একটানা চিকিৎসার পর ফেরেন দেশে, বুধবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে ভর্তি করা হয় এইচ এন এন রিলায়েন্স হসপিটালে। সেখানেই মৃত্যুর হয় তাঁর আজ সকালে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।
‘মেরা নাম জোকার ‘ দিয়ে শুরু অভিনয় জগৎ, প্রথম আত্মপ্রকাশেই জাতীয় পুরস্কার, তারপর ভিন্ন স্বাদের ‘ববি ‘, বলিউডের রোমান্টিক নায়কের মর্যাদা এনে দেয় তাকে। তাঁর শেষ ছবি রইলো ‘ ১০২ নট আউট ‘ আর এর মাঝে রয়ে গেলো ‘অমর আকবার এন্টোনি ‘, ‘ কার্জ ‘, ‘সরগম’, ‘ বোল রাধা বোল ‘ এমন আরো অনেক ছবি আর তাঁর সাথে দর্শক হৃদয়ে তাঁর স্থান।