রিক্তঅন্তঃ
– পুষ্পেন্দু মন্ডল
আঙ্গুলের সুড়সুড়ি দেওয়া যৌবনের ভরা কটালে,
পর্ণমোচী বৃক্ষরা ক্যানভাসে রেণু ছড়ায়৷
অস্তগামী রবি চক্ষু বুজে গুমরে মরে
বসন্ত রঙ ছড়িয়ে গুটি পায়ে বিদায় জানায়৷
ব্যস্ততার অবসরে,’ও’পারে’র ডাকে,
বুকের ভেতরে অজুহাত দমবন্ধ করে৷
জমাট বাঁধা উদ্বেগে,আর বুকফাটা অচেতন কান্না,
মানবিকতার মধ্যরাতে,গলা টিপে স্তব্ধতার আগুনে জ্বলে মলিন হয়৷
তবুও ভালোবাসার পরশ পাওয়ার তীব্র ঝোঁকে,
বালিশের নিচে,ভেজা দাগ মুখ ঢাকে লজ্জায়৷
কাঁদো-কাঁঁদো চোখে,স্বপ্নভঙ্গতার রোষানলে,
ইতিহাস লিখে ধ্যান করে,নির্লিপ্ততায়৷