করোনার টিকা আসার আগে কেনার হিড়িক

করোনার কোন টিকাই এখনো বাজারে আসেনি। পরীক্ষামূলকভাবে রয়েছে প্রায় সবকটি কিন্তু এর মধ্যেই সেগুলো অগ্রিম ভাবে কেনার হিড়িক শুরু হয়ে গেছে দেশ গুলির মধ্যে। অক্সফাম নামের একটি বেসরকারি সংস্থার সম্প্রতি করা একটি সার্ভেতে এই চিত্রই ধরা পরল।

অক্সফ্যামের সার্ভে অনুযায়ী যেগুলি গোটা বিশ্বের ধনী দেশ এবং যাদের একত্রিত জনসংখ্যা গোটা বিশ্বের মাত্র ১৩ শতাংশ তারা সম্ভব্য করোনার টিকাগুলির প্রায় অর্ধেক কিনে ফেলেছে। করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের শেষের পর্যায়ে রয়েছে ৫ টি সংস্থা, এস্ট্রোজেনেকা, গামালিয়া, সিনোভাকে, ফাইজার এবং মডার্না।

সার্ভেতে জানা যাচ্ছে যে এই কোম্পানী গুলি মিলিতভাবে ৫৯০ কোটি ডোস টিকা বানাতে সক্ষম যার মধ্যে ২৭০ কোটি ডোস আগাম কিনে ফেলেছে জাপান, আমেরিকা, ম্যাকাও,ব্রিটেন এবং সুইজারল্যান্ড- এর মতন কিছু বড়লোক দেশ। বাকি কিছু ডোস কিনেছে ভারত এবং চীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে যে ভ্যাকসিন বাজারে এলে বড়লোক দেশগুলি তা অনায়াসেই কুক্ষিগত করতে পারবে, এর ফলে বঞ্চিত হবে গরিব দেশগুলি। পৃথিবীর প্রতিটি কোণে যদি করোনার ভ্যাকসিন পৌঁছাতে না পারে তাহলে এই রোগের থেকে মুক্তির সম্ভাবনা খুবই কম।

ইতিমধ্যেই গোটা বিশ্বে সংক্রমিত সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে, মৃত প্রায় সাড়ে ৯ লক্ষ। নতুন করে ইউরোপে বাড়ছে সংক্রমণ সংখ্যা, তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও সচেতন করা হচ্ছে জনস্বাস্থ্যবিধি নিয়ে।

Leave a Comment