সুশান্ত মৃত্যু কান্ডে ও মাদক যোগসূত্রে কিছুদিন আগেই বহু জেরা করার পর গ্রেফতার করা হয় অভিনেত্রী রেহা চক্রবর্তী-কে। তার জামিন নিয়েও জল্পনা ছিলো তুঙ্গে। অবশেষে আজ জামিন পেল রিহা।
মাদকচক্রে প্রত্যেকের ভাবে জড়িয়ে থাকায় প্রয়াত সুশান্ত সিং-এর প্রেমিকা রিহা চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। প্রায় ২৮ দিন পর রিহার জামিন হলেও তার ভাই-য়ের জামিন খারিজ করে বম্বে হাইকোর্ট। যদিও অনেক শর্তে জামিন পেল রিহা।
বুধবার বম্বে হাইকোর্ট-এর বিচারপতি এস ভি কোতওয়াইয়ের সিঙ্গল বেঞ্চ রিহা চক্রবর্তীকে ব্যক্তিগত ১ লক্ষ টাকার জরিমানার বিনিময়ে জামিন দেয়। এদিনের শুনানিতে বলা হয় আগে কোন ক্রিমিনাল কেস বা মাদকচক্রে তার নাম নেই। কোন ড্রাগ পাচারের অংশ নন তিনি। টাকা রোজগার করার জন্যও কখনো কাউকে ড্রাগ পাচার পরেনি রিহা। তবুও তাকে বেশ কিছু বিশেষ শর্তে জামিন দেওয়া হয়।
১ লক্ষ টাকা ব্যাক্তিগত জরিমানা দিতে হয় তাকে। তার পাসপোর্ট জমা রাখা হয়। দেশের বাইরে যাওয়ার অনুমতিও নেই। এছাড়াও ১০ এর জন্য প্রতিদিন মুম্বাই পুলিশের কাছে রিপোর্ট করতে হবে তাকে। এমনকি প্রতিমাসের প্রথম সোমবার তাকে তদন্তকারী সংস্থার কাছেও রিপোর্ট করতে হবে। এই মামলার সাথে জড়িত কোন সাক্ষীর সাথে যোগাযোগ রাখা যাবে না। একান্ত যুক্তিপূর্ণ কারণ তাকে সবসময় হাজিরা দিতে হবে। মুম্বাই শহর থেকে বেরোতেও তাকে তদন্তকারী আধিকারিককে জানাতে হবে।