কোভিড -১৯ সংক্রমনের ফলে জনগন নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য এ বারের রমজান ঘরে বসেই পালন হোক, এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী টুইট করে সমস্ত মুসলিম ভাই বোনেদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরও বলেছেন, জননিরাপওার জন্য, একটা স্বাস্থ্যকর ভাইরাস মুক্ত সমাজ নিশ্চিত করার জন্য, আমার বিনীত অনুরোধ এ বছর সবাই বাড়িতে বসেই রমজান পালন করুন।
লকডাউনের আগে থেকেই সমস্ত জমায়েত এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। যদি রমজান অনান্য বছরের মতই পালন হয় তবে রমজানের মাসে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় রমজান ভঙ্গের জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় জমায়েত হবে, এবং তার ফলে করোনা ভাইরাসের এর সংক্রমনও বাড়বে।
তিনি বলেছেন বাংলা চিরদিনই ঐক্যবদ্ধ ভাবে যে কোনো বিপদের মোকাবিলা করেছে। তাই রমজানের মাসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবিলা করব। সেই সঙ্গে শান্তি ও সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন,পরিবারকে সুস্থ রাখুন।