চিনা সংস্থা রুখতে ভারত এক্সপ্রেসের টেন্ডার বাতিল করে দিল রেল

চিনা সংস্থা রুখতে ভারত এক্সপ্রেসের টেন্ডার বাতিল করে দিল রেল

নিজস্ব প্রতিবেদন, এবার চিনা দ্রব্য বয়কটের মধ্যে পড়ল ভারত এক্সপ্রেসের গোটা টেন্ডার। চিনা সংস্থা রুখতে এবার এই সিদ্ধান্ত। বন্দে ভারত মিশনে ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে সেই টেন্ডার বাতিল করা হল। আবার নতুন করে টেন্ডার ডাকা হবে বলে জানানো হয়েছে। সেই টেন্ডারে গুরুত্ব পাবে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প।পুরো প্রকল্পটির মোট অর্থমূল্য ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা। বরাত পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল এই চিনা সংস্থাই।কিন্তু সম্প্রতি চিনের আগ্রাসন মনোভাবের ফলে পরিকল্পনা বাতিল করে দেওয়া হল। ভারতের মাটিতে ফের ধাক্কা খেল চিনের বাণিজ্যিক স্বার্থ।

উল্লেখ্য, ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন নির্মাণের জন্য টেন্ডার তৈরিতে অংশ নিয়েছিল ৬টি সংস্থা। তাদের মধ্যে ছিল সিআরআরসি পায়োনিয়র ইলেকট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থাই ছিল বিজেসি সংস্থা। ভারত ও চিনের যৌথ মালিকানাধীনে এই সংস্থা তৈরী। ২০১৫ সালে এই সংস্থার সৃষ্টি। এই সংস্থার বেশির ভাগ অংশিদারিত্ব চিনা সংস্থাটিরই। এই চিনা সংস্থা ছাড়াও ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (ভেল), সাঙ্গুরের ভারত ইন্ডাস্ট্রিজ, নভি মুম্বইয়ের পাওয়ারনেটিক্স ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড, হায়দরাবাদের মেধা গ্রুপ ও হিমাচল প্রদেশের ইলেক্ট্রোওয়েভ ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড টেন্ডারে যোগ দিয়েছিল।

গত জুনে লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি, শহীদ হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। এরপরই একে একে ভারত চিনা দ্রব্য বর্জনের পথে হাঁটে। ইতিমধ্যেই বহু চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে কেন্দ্র।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রেল চাইছিল কোনও ভারতীয় সংস্থা এই বরাত পাক।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রেল চাইছিল কোনও ভারতীয় সংস্থা এই বরাত পাক। কিন্তু এরফলে দেখা গেল, লাভ হচ্ছে ওই চিনা সংস্থার। তা দেখেই টেন্ডার বাতিল করা হল। রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের জেরে বড়সড় ক্ষতির মুখে ভারতের মাটিতে চিনা সংস্থার ব্যবসা।

Leave a Comment