আগামীকাল থেকে পুরনো ভাড়াতেই পথে নামছে বেসরকারি বাস ও মিনিবাস। তবে ভাড়া বাড়ানোর দাবি থেকে বাস সংগঠনগুলো সরছে না বলেও জানিয়ে দেয়া হয়েছে। রাজ্য পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে এই মুহূর্তে ভাড়া বাড়ানো যাবে না।
বুধবার বাস মালিকপক্ষ সংগঠনগুলো আলোচনায় বসেছিল এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের কষ্টের কথা ভেবে সমস্ত রুটে বাস চালানো হবে এবং এই মুহূর্তে বাসের ভাড়া বাড়ানো হবে না তবে তারা ভাড়া বাড়ানো নিয়ে অনড়। কবে থেকে ভাড়া বাড়ানো হবে সেটি রেগুলেটর কমিটির উপর ছেড়ে দিয়েছেন বাস-মিনিবাস মালিকেরা।
প্রথমে কুড়ি জন যাত্রী নিয়ে বাস চালুর অনুমতি মিললেও প্রাথমিকভাবে তাতে নারাজ ছিলেন মালিকেরা কারণ কুড়ি জন যাত্রী নিয়ে বাস সংগঠনগুলো লাভের মুখ দেখতে পাবে না এবং এহেন অবস্থায় তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয় বলে জানানো হয়েছিল তবে রাজ্যের কড়া পদক্ষেপের জন্য কিছু পরিকল্পনা পরিবর্তন করা হয়। বাসগুলো এই মুহূর্তে সমস্ত সিটে যাত্রী নিয়ে বাস চালাতে পারবে। যদিও কিছু রুটে কোভিড-১৯ স্পেশাল ফেয়ার হিসেবে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল বলে কিছু যাত্রী অভিযোগ করেছিল তবে বর্তমানে সেগুলো কে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় বলেন যে তারা করোনার নামে ভাড়া বাড়াচ্ছে না এবং ধীরে ধীরে সমস্ত রুটেই পুরনো ভাড়ায় বাস চালু হবে।
ইতিমধ্যেই অটো ট্যাক্সি ও ক্যাবে যত আসন কত যাত্রী নিয়ে চালানোর অনুমতি মিলেছে। জলপথ পরিবহন চালু করা হয়েছে। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ৮ জুনের মধ্যে ১২০০ বাস নামানো হবে।