মুখ্যমন্ত্রীর সমস্ত নির্দেশনা মেনেই শুরু প্রস্তুতি, বেলেঘাটা আইডি’তে গড়ে উঠছে কোভিড গবেষণাকেন্দ্র
নিজস্ব প্রতিবেদন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যদিও সুস্থ হয়েছে বহুজন। দেশের নানা শহরে নানান গবেষণা কেন্দ্র তৈরী হয়েছে। গবেষকরা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। এবার করোনা বিশেষজ্ঞদের সুপারিশে এবং মুখ্যমন্ত্রীর সমস্ত নির্দেশনা মেনেই কলকাতার ‘বেলেঘাটা আইডি’-কে গড়ে তোলা হচ্ছে ভারতের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসেবে।
বেলেঘাটা আইডিকে কোভিড চিকিৎসা সংক্রান্ত গবেষণাক্ষেত্রের উৎকর্ষকেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার কথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। রাজ্যের সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল যেখানে নির্ধারিত হবে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম রবিবার বলেন, “দেশের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসাবে বেলেঘাটা আইডি হাসপাতালকে গড়ে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা। আইসিএমআর-কে আবেদন করা হয়েছে। সবুজ সংকেত পেলেই পুরোদমে কাজ শুরু হবে।”
স্বাস্থ্য সচিবের কথায়, “বেহালার বিদ্যাসাগর ও আরেকটি হাসপাতালের কথা ভাবা হছে। সবটাই আলোচনা করে ঠিক হবে। অতিমারী বিশেষজ্ঞ ডা. স্বরূপ সরকারের পরামর্শ মেনেই এই পদক্ষেপ।”
মনিটরিং কমিটির সদস্য ডা. কৌশিক চৌধুরী জানাচ্ছেন, “হাসপাতালে পাঁচশো বেড। যার মধ্যে কোভিডের জন্য বরাদ্দ ১১৫টি। পুরোদস্তুর কোভিড চিকিৎসা শুরু হলে বেড বাড়াতে হবে। বাড়বে মাইক্রোবায়োলজিস্ট, প্যাথলজিস্টের সংখ্যা। বিভিন্ন বয়সের কোভিড-রোগীর তথ্য সংগ্রহ ও গবেষণা করে অন্য হাসপাতালকে গাইড করবে বেলেঘাটা আইডি।”