গভীর কোমায় চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়

গভীর কোমায় চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে রটছে নানান কথা। অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে শোনা যাচ্ছে নানান গুজব। অনেকেই বলছে প্রয়াত হয়েছেন তিনি। অবশ্য তাঁর বাড়ির লোক জানিয়ে দিয়েছেন বাবা সুস্থই রয়েছেন, ফলে অকারণে গুজব ছড়াবেন না। সুস্থ থাকলেও এই মুহূর্তে হাসপাতালে গভীর কোমায় চলে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লীর সেনা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক প্যারামিটারগুলি স্থিতিশীল হলেও তিনি এখন গভীর কোমায় রয়েছেন। তাই প্রণব বাবুকে ভেন্টিলেশনেই সার্পোটেই রাখা হয়েছে।

উল্লেখ্য আজ সকালেই দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছিল,প্রণববাবুর শারীরিক সংকটজনক অবস্থা এখনও কাটেনি। হৃদ্‌যন্ত্রের কাজ, রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল থাকলেও এখনও তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তাঁদের বক্তব্য,‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছে। বর্তমানে তাঁর হৃদ‌্‌যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে।’’

গতকাল রাত থেকেই গুজব ঘনিয়েছে তাঁকে নিয়ে। কেউ বলছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ভেন্টিলেশনে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে, সেই সঙ্গে করোনা সংক্রমণও ধরা পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল।

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক। পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। পরে হাসপাতালের তরফে বলা হয়, ‘আজ সকালেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি গভীর কোমায় আচ্ছন্ন আছেন। সব গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল রয়েছে এবং তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন।’

Leave a Comment