কলকাতার রাস্তায় রূপান্তরকামী সহ দুই মহিলাকে ‘কটূক্তি, শ্লীলতাহানি’র অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন, রাত ৮ টার সময় কলকাতার চাঁদনি চক এলাকায় দুই মহিলা সহ এক রূপান্তরকামীর সঙ্গে অপব্যবহার। জানা যায়, ওই সময় ত্রাণ দিয়ে ফিরছিলেন তাঁরা। রাস্তার মাঝে চাঁদনি চকে একটি রেস্তোরার সামনে গাড়ি দাঁড় করান। সেসময় ট্রাফিক বিভাগে অতিরিক্ত ওসি পদে কর্মরত এক পুলিশ এসে গাড়ির চালককে মারধর করেন বিনা কোনও কারণে। বাধা দিতে এগিয়ে আসে দুই মহিলা সহ ওই রূপান্তরকামী।
রূপান্তরকর্মীদের দাবি, দুই মহিলা সহ তাঁকে ‘কটূক্তি, শ্লীলতাহানি’র চেষ্টা করেন ওই কর্মরত ওসি। কেউ বাধা দিতে না এলে তাঁরা ১০০ নম্বর ডায়াল করে বৌ বাজারে ফোন করেন। সেখানে পুলিশ এলেও তাঁরা অভিযুক্ত ওসিকে আড়াল করার চেষ্টা করে।
ড্রাইভারকে মারধর করার ফলে টার একটি হাত ভেঙে গিয়েছে, তিনি এখন NRS হাসপাতালে ভর্তি। রূপান্তরকামী ও ওই দুই মহিলা অভিযুক্ত পুলিশের নামে এফআইআর দায়ের করেন। বিভাগীয় তদন্তের নির্দেশ তাঁর বিরুদ্ধে।