কোভিড -১৯ এর প্রতিষেধক আর ওষুধ নিয়ে গোটা বিশ্ব তোলপাড়, তার মধ্যেই আশার আলো দেখালো প্লাসমা থেরাপি, দিল্লির এক করোনা পসিটিভ রোগী সেরে উঠলেন প্লাসমা থেরাপি প্রয়োগে। দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যাক্তি প্লাসমা থেরাপির পর এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন বৃহস্পতিবার। করোনা রোগীদের ওপর পরীক্ষামূলক ভাবে প্লাসমা থেরাপি চালিয়ে যাওয়া হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার দেশের রাজধানীতে ভিডিও কনফারেন্স মাধ্যমে সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী জানান করোনার সাথে লড়াইয়ে এটা একটা ইতিবাচক এবং উৎসাহদায়ক ইঙ্গিত। এখনো প্লাসমা থেরাপির প্রয়োগ চলছে।
কভিড -১৯ আক্রান্তেরা সেরে উঠলে তাদের শরীরে এই ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতাবহনকারী এন্টিবডি তৈরী হয়, তাদের শরীরের রক্ত থেকে প্লাসমা নিঃসরণ করে সেটা অন্য করোনা রোগীকে দিয়ে তার শরীরে একইরকম এন্টিবডি তৈরী করার চেষ্টা করা হয়, এই পদ্ধতিকেই প্লাসমা থেরাপি বলে। দিল্লিতে সুস্থ হয়ে ওঠা ১১০০ জনের মধ্যে বেশিরভাগ ই নিজেদের প্লাসমা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। কেজরিওয়াল জানান “প্লাসমা থেরাপিতে ভালো ফল পাওয়া যাচ্ছে, সুস্থ হয়ে ওঠা ১১০০ জনের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের অধিকাংশই প্লাসমা দিতে প্রস্তুত “।