রাজ্যে সুস্থের হার সন্তোষজনক, এদিন সুস্থের সংখ্যা ২৪৯৭

রাজ্যে সুস্থের হার সন্তোষজনক, এদিন সুস্থের সংখ্যা ২৪৯৭

নিজস্ব প্রতিবেদন, করোনাতে সুস্থের হার আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। বাংলায় দৈনিক সুস্থতা ও দৈনিক আক্রান্তের ফারাক থাকলেও সুস্থতার সংখ্যা ছিল বেশ সন্তোষজনক। তবে আক্রান্তের সংখ্যাও তেমন কম নয়। দৈনিক গড় আক্রান্ত ছিল আড়াই হাজার।

স্বাস্থ্যভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৯৯৭ জন। বুধবার এই সংখ্যা ছিল ২৯৩৬। তেমনি বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ২৪৯৭ জন।

শুধু কলকাতাতেই বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৬৬৬ জন। রাজ্যে ইতিমধ্যেই মোট আক্রান্ত এক লক্ষ ছাড়িয়েছে। রাজ্যে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ১,০৭,৩২৩ জন। শুধু কলকাতাতেই প্রায় ৩০ হাজারের অধিক জনের শরীরে করোনা থাবা বসিয়েছে। তারপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়া। এই দুই জেলায় মোট আক্রান্ত যথাক্রমে ২২,৮৬১ ও ১০,৬০১।

তবে বৃহস্পতিবার সারাদিনে করোনায় মারা গেছেন ৫৬ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়ায় ১২ জনের মৃত্যু হয়। রাজ্যে করোনা মোট মৃত্যু ২,২৫৯। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিন রাজ্যে হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে। রাজ্যের ৬০ টি ল্যাবে আজ সারাদিনে ৩০ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। যা এযাবৎ সর্বাধিক। রাজ্যে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ১৬ হাজার ৯৫৫।

Leave a Comment